Home » বিনোদন » ঢালিউড » আসছে এফ এ সুমনের ‘জান রে তুই’র মিউজিক ভিডিও

আসছে এফ এ সুমনের ‘জান রে তুই’র মিউজিক ভিডিও

মার্চ ৩০, ২০১৬ ১২:৩০ অপরাহ্ণ Category: ঢালিউড, বিনোদন, সর্বশেষ সংবাদ ::# A+ / A-

sumonwnewsbd.com: গত বছর প্রকাশিত হয় এফ এ সুমনের একক অ্যালবাম ‘জান রে তুই’। একটু দেরীতে হলেও গানটির মিউজিক ভিডিও নিয়ে খুব শিগগিরি শ্রোতাদের সামনে আসছেন এই কণ্ঠশিল্পী এবং সঙ্গীতপরিচালক। গানটির কথা লিখেছেন সোহাগ ওয়াজিউল্লাহ। মিউজিক ভিডিও নির্মাণ করছেন মঞ্জু আহমেদ।  এ প্রসঙ্গে এফ এ সুমন প্রিয়.কমকে বলেন, ‘গানটি প্রকাশের সঙ্গে সঙ্গেই ভক্তরা এর কিছু ভিডিও নিজেরাই নির্মাণ করে ইউটিউবে ছাড়ে। বর্তমানে এই গানটির অনেক বেশি সাড়া পাচ্ছি যার জন্য এর মিউজিক ভিডিও নির্মাণের উদ্যোগ নেওয়া।’ উল্লেখ্য, ‘জান রে তুই’ ছাড়াও ‘বধুয়া’ শিরোনামের আরেকটি গানের মিউজিক ভিডিও প্রকাশিত হবে এফ এ সুমনের।

আসছে এফ এ সুমনের ‘জান রে তুই’র মিউজিক ভিডিও Reviewed by on . wnewsbd.com: গত বছর প্রকাশিত হয় এফ এ সুমনের একক অ্যালবাম ‘জান রে তুই’। একটু দেরীতে হলেও গানটির মিউজিক ভিডিও নিয়ে খুব শিগগিরি শ্রোতাদের সামনে আসছেন এই কণ্ঠশিল্পী wnewsbd.com: গত বছর প্রকাশিত হয় এফ এ সুমনের একক অ্যালবাম ‘জান রে তুই’। একটু দেরীতে হলেও গানটির মিউজিক ভিডিও নিয়ে খুব শিগগিরি শ্রোতাদের সামনে আসছেন এই কণ্ঠশিল্পী Rating: 0
scroll to top