Home » জাতীয় » বিরামপুরে জেলার দাবিতে সংবাদ সম্মেলন

বিরামপুরে জেলার দাবিতে সংবাদ সম্মেলন

এপ্রিল ১৮, ২০১৬ ২:৫৮ অপরাহ্ণ Category: জাতীয়, রংপুর বিভাগ, সংবাদ, সর্বশেষ, সর্বশেষ সংবাদ ::#, সারাদেশ A+ / A-

wnewsbd.com: মোঃ মাহমুদুল হক মানিক, দিনাজপুর দক্ষিনাঞ্চল প্রতিনিধি: বিরামপুরকে জেলা ঘোষনার দাবিতে এবং ১৮ এপ্রিল বিরামপুরে মহাসমাবেশ সফল করতে শনিবার সম্মিলিত পেশাজীবি ঐক্য পরিষদ নেতৃবৃন্দ সংবাদ সম্মেলন করেছেন।

BPP
বিরামপুর পৌরসভা অডিটরিয়ামে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, সম্মিলিত পেশাজীবি ঐক্য পরিষদের আহবায়ক রফিকুল ইসলাম সরকার তিনি জানান, দিনাজপুর দক্ষিণাঞ্চলের ৬ উপজেলার মানুষ বিরামপুরকে জেলা ঘোষণার দাবিতে ৩৮ বছর ধরে আন্দোলন করে আসছে। এই দাবিতে আগামী ১৮ এপ্রিল বিরামপুরে মহাসমাবেশের ডাক দেয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, আগামী সোমবার ১৮ এপ্রিল জেলা বাস্তবায়ন আন্দোলনকে সফল করার লক্ষ্যে সকল দোকান-পাট, ব্যবসা-প্রতিষ্ঠান, হোটেল-রেস্তোরা, চা দোকান, পান দোকান, পেট্রল পাম্প, সরকারী, আধা-সরকারী অফিস, ব্যাংক, বীমা, রিক্সাভ্যান, অটোরিক্সা চার্জারসহ সকল প্রকার যানবাহন বন্ধ রেখে জেলার দাবীতে ঢাকামোড়ে মহাসমাবেশের ডাক দিয়েছেন। সর্বস্থরের জনসাধারনকে মহাসমাবেশে যোগদান করে সমাবেশ সফল করার আহবান জানান।
এতে ৬ উপজেলার সর্বস্তরের জনতা একাত্মতায় মিলিত হবেন বলে জানানো হয়। সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের জবাব দেন, দিনাজপুর দক্ষিণঅঞ্চল ফোরামের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি মোবারক আলী, উপজেলা জাসদ সভাপতি শাহ আলম বিশ্বাস, কাপড় ব্যবসায়ী সমিতির সম্পাদক শাহনেওয়াজ কবীর হিরো প্রমূখ।

বিরামপুরে জেলার দাবিতে সংবাদ সম্মেলন Reviewed by on . wnewsbd.com: মোঃ মাহমুদুল হক মানিক, দিনাজপুর দক্ষিনাঞ্চল প্রতিনিধি: বিরামপুরকে জেলা ঘোষনার দাবিতে এবং ১৮ এপ্রিল বিরামপুরে মহাসমাবেশ সফল করতে শনিবার সম্মিলিত পেশ wnewsbd.com: মোঃ মাহমুদুল হক মানিক, দিনাজপুর দক্ষিনাঞ্চল প্রতিনিধি: বিরামপুরকে জেলা ঘোষনার দাবিতে এবং ১৮ এপ্রিল বিরামপুরে মহাসমাবেশ সফল করতে শনিবার সম্মিলিত পেশ Rating: 0
scroll to top