Home » সারাদেশ » রাজশাহী বিভাগ » ভোলাহাটে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালিত

ভোলাহাটে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালিত

মার্চ ২৯, ২০১৬ ৫:০৯ অপরাহ্ণ Category: রাজশাহী বিভাগ, সর্বশেষ, সর্বশেষ সংবাদ ::#, সারাদেশ A+ / A-

wnewsbd.com: ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি:
চাঁপাবইনবাবগঞ্জের ভোলাহাট দুর্নীতি প্রতিরোধ কমিটি উপজেলা শাখা কর্তৃক আয়োজিত দূর্নীতি প্রতিরোধ সপ্তাহ উদ্যাপন উপলক্ষ্যে নানা কর্মসুচী পালন করে।

২৬মার্চ হতে ১লা এপ্রিল ২০১৬ পর্যন্ত সপ্তাহব্যাপি আয়োজনের মধ্যে ছিলো, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সমুন্নত ভোলাহাট স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, রামেশ্বর পাইলট ইন্সটিটিউশন মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে কুচকাওয়াজ অনুষ্ঠানে সততা সংঘের অংশগ্রহণ ও ডিসপ্লে প্রদর্শন, ২৭মার্চ মানববন্ধন, পথযাত্রা ও মতবিনিময় সভা, ২৮মার্চ সততা সংঘের সদস্যদের শপথ বাক্য পাঠ ও রচনা প্রতিযোগিতা, ২৯মার্চ ইউনিয়ন পরিষদ (গোহালবাড়ী) জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা, ৩০মার্চ উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের (চেয়ারম্যান) সমন্বয়ে মতবিনিময় সভা এবং ১লা এপ্রিল জুম্মার প্রাক খোতবা কোরআন ও হাদিসের আলোকে দুর্নীতির কুফলের বয়ান(উপজেলার সকল জুম্মা মসজিদ)।
দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালনে সোমবার সকাল ১০টায় সততা সংঘের সকল সদস্যদের শপথ বাক্য পাঠ, রচনা প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান নেকজান বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তন কক্ষ্যে অনুষ্ঠিত হয়। রচনা প্রতিযোগিতায় দু’টি গ্র“প দুর্নীতির কুফল ও প্রতিকার সম্পর্কে রচনায় ৬ষ্ঠ ও ৮ম শ্রেণী ও অপর গ্র“পে দুর্নীতি সকল অগ্রগতির অন্তরায় বিষয়ের উপর রচনায় ৯ম ও ১০ম শ্রেণীর ছাত্রছাত্রী অংশ গ্রহণ করে। পরে বেলা সাড়ে ১২টায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠান দুর্নীতি প্রতিরোধ কমিটি উপজেলা শাখার সভাপতি আল: হাসান আলী মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য স¤প্রসারণ কর্মকর্তা নিলুফা সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, দুপ্রক’র সহসভাপতি আরিফা সুলতানা, সদস্য ও ইমাম সমিতির সভাপতি অব্দুল কাদির, প্রধান শিক্ষক মোস্তারী বেগম, সহ:প্রধান শিক্ষক হোসনে আরা পাখি। অন্যান্যের মধ্যে সহকারী শিক্ষক মনিরুল ইসলাম, নুরুন্নাহার পারভীন, শরীফা খাতুন, হেদায়েতুল­াহ, শফিকুল ইসলাম, মোত্তালিব হোসেন। পরে রচনা প্রতিযোগিতায় বিজয়ী ছাত্রছাত্রীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। #

ভোলাহাটে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালিত Reviewed by on . wnewsbd.com: ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি: চাঁপাবইনবাবগঞ্জের ভোলাহাট দুর্নীতি প্রতিরোধ কমিটি উপজেলা শাখা কর্তৃক আয়োজিত দূর্নীতি প্রতিরোধ সপ্তাহ উদ্যাপন উপলক wnewsbd.com: ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি: চাঁপাবইনবাবগঞ্জের ভোলাহাট দুর্নীতি প্রতিরোধ কমিটি উপজেলা শাখা কর্তৃক আয়োজিত দূর্নীতি প্রতিরোধ সপ্তাহ উদ্যাপন উপলক Rating: 0
scroll to top