Home » সারাদেশ » রাজশাহী বিভাগ » ভোলাহাটে ৪৪জন শিশু শিক্ষার্থীদের মাঝে এসপি’র পোষাক বিতরণ

ভোলাহাটে ৪৪জন শিশু শিক্ষার্থীদের মাঝে এসপি’র পোষাক বিতরণ

ডিসেম্বর ২৬, ২০১৬ ৯:৪৭ অপরাহ্ণ Category: রাজশাহী বিভাগ, সর্বশেষ, সর্বশেষ সংবাদ ::#, সারাদেশ A+ / A-

wnewsbd.com: ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি:photo-02

ভোলাহাটে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপারের ব্যবস্থাপনায় মুশরীভূজা ইসলামীয়া মাদ্রাসার শিশু শিক্ষার্থীদের মাঝে পোষাক বিতরণ ও জঙ্গী, সন্ত্রাস, মাদক, অস্ত্র ও সমাজে অস্থিরতা প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার বিকেল সাড়ে ৩টায় মুশরীভূজা ইউসুফ আলী স্কুল এ্যান্ড কলেজ মাঠে পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মাদ্রাসার সভাপতি আলহাজ্ব আব্দুল লতিফের সভাপতিত্বে অন্যান্যের উপস্থিত ছিলেন, এসপি সার্কেল এটিএম মাইনুল ইসলাম, ওসি মহসীন আলী, সাদা মনের মানুষ জিয়াউল হক, দলদলী ইউপি চেয়ারম্যান মাজহারুল ইসলাম পুতুলসহ অন্যরা। স্বাগত বক্তব্য রাখেন, মাদরাসার সাধারণ সম্পাদক আলহাজ্ব দূরুল হোদা বিশ্বাস। অন্যান্যোর মধ্যে বক্তব্য রাখেন, ভোলাহাট পুলিশিং কমিটির সভাপতি ইখতিয়ার উদ্দিন আহমেদ, এসএ টিভির চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি আহসান হাবিব, মুক্তিযোদ্ধা আফসার হোসেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এলাকার মসজিদের ইমামদের মাদক ও সন্ত্রাস জঙ্গিবাদ বিষয়ে আলোচনা করে এলাকার শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে জোরালো আহবান জানান। এ সময় প্রধান অতিথি পুলিশ সুপারকে মাদরাসার পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্ট প্রদাণ করা হয় এবং পুলিশ সুপারের পক্ষ থেকে সাদা মনের মানুষ জিয়াউল হককে সম্মাননা ক্রেষ্ট প্রদাণ করা হয়এ

ভোলাহাটে ৪৪জন শিশু শিক্ষার্থীদের মাঝে এসপি’র পোষাক বিতরণ Reviewed by on . wnewsbd.com: ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি: ভোলাহাটে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপারের ব্যবস্থাপনায় মুশরীভূজা ইসলামীয়া মাদ্রাসার শিশু শিক্ষার্থীদের মাঝে পোষাক বিত wnewsbd.com: ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি: ভোলাহাটে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপারের ব্যবস্থাপনায় মুশরীভূজা ইসলামীয়া মাদ্রাসার শিশু শিক্ষার্থীদের মাঝে পোষাক বিত Rating: 0
scroll to top