Home » বলিউড » নিউজ » কঙ্গনার আসল বয়স রহস্য ফাঁস

কঙ্গনার আসল বয়স রহস্য ফাঁস

মে ২২, ২০১৬ ৭:০৪ অপরাহ্ণ Category: নিউজ, বলিউড, সর্বশেষ, সর্বশেষ সংবাদ ::#

wnewsbd.com: বলিউড অভিনেত্রীদের বয়স লুকানো নতুন কিছু নয়। আর এবার সেই তালিকায় নাম লেখালেন বলিউড কুইন কঙ্গনা রানাউত। কিছুদিন আগেই নিজের ২৯ তম জন্মদিন পালন করেছেন তিনি। জন্মদিনের কেকে ছিল ২৯টি মোমবাতি। কিন্তু সম্প্রতি প্রকাশ পাওয়া তার পাসপোর্টের ফটোকপিতে দেখা যাচ্ছে কঙ্গনার বয়স ২৯ নয়।kankona

পাসপোর্টে দেখা যাচ্ছে, কুইনের বার্থ ইয়ার ১৯৮৬। সেই হিসাবে ২৯ নয়, ৩০ বছর পার করে ৩১-এ পা দিয়েছেন নায়িকা। সব দেখেশুনে মনে হচ্ছে সময়টা মোটেও ভাল যাচ্ছে না নায়িকার। হৃতিকের সঙ্গে ঝামেলা গড়িয়েছে আদালত পর্যন্ত। চরিত্রহীন থেকে সাইকো একের পর এক তকমা জুটছে প্রাক্তন প্রেমিকের কাছ থেকে। তবে হারতে শেখেনি নায়িকা। নিজের জন্য লড়াই তার অব্যাহত।

কঙ্গনার আসল বয়স রহস্য ফাঁস Reviewed by on . wnewsbd.com: বলিউড অভিনেত্রীদের বয়স লুকানো নতুন কিছু নয়। আর এবার সেই তালিকায় নাম লেখালেন বলিউড কুইন কঙ্গনা রানাউত। কিছুদিন আগেই নিজের ২৯ তম জন্মদিন পালন করেছেন wnewsbd.com: বলিউড অভিনেত্রীদের বয়স লুকানো নতুন কিছু নয়। আর এবার সেই তালিকায় নাম লেখালেন বলিউড কুইন কঙ্গনা রানাউত। কিছুদিন আগেই নিজের ২৯ তম জন্মদিন পালন করেছেন Rating: 0
scroll to top