Home » বিশ্ব চলচ্চিত্র » নিউজ » ‘পঞ্চদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব- ২০১৭’

‘পঞ্চদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব- ২০১৭’

৬৭টি দেশের ১৮৮টি চলচ্চিত্র প্রদর্শিত হবে

ডিসেম্বর ২৬, ২০১৬ ৬:৩৭ অপরাহ্ণ Category: নিউজ, বিশ্ব চলচ্চিত্র, সর্বশেষ, সর্বশেষ সংবাদ ::#

wnewsbd.com: স্টাফ রিপোর্টার:

আগামি ১২ জানুয়ারী শুরু হচ্ছে ‘পঞ্চদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব- ২০১৭’। ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’- স্লোগান নিয়ে রেইনবো চলচ্চিত্র সংসদ আয়োজিত এবারের উৎসবে বাংলাদেশসহ বিশ্বের ৬৭টি দেশের ১৮৮টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। উৎসব চলবে ১২ থেকে ২০ জানুয়ারি পর্যন্ত।diff-press

এবারের উৎসবে আয়নাবাজি, অজ্ঞাতনামা, মাটির প্রজার দেশে, লালচর’সহ বাংলাদেশের ১৬টি চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে। এছাড়া ৮৫ জন বিদেশী অতিথি অংশ নিচ্ছেন।

রাজধানীর জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তন, সুফিয়া কামাল মিলনায়তন, কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তন, আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তন, স্টার সিনেপ্লেক্স ও আমেরিকান (ইএমকে) সেন্টারে চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে।

উৎসব উপলক্ষে সোমবার ঢাকা ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে লিখিত বক্তব্যে উৎসবের বিস্তারিত কর্মসূচি জানান রেইনবো ফিল্ম সোসাইটির সভাপতি ও উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল।

এ সময় উপস্থিত ছিলেন, ম হামিদ, হায়দার রিজভী, ড. নাজমুল হাসান কলিমুল্লাহ, মোকাম্মেল হোসেন, আইএফআইসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহ মোহাম্মদ মঈনুদ্দীন প্রমুখ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ১২ জানুয়ারি বিকাল ৪টায় জাতীয় যাদুঘর মিলনায়তনে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান হবে। উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হবে লেবাননের নির্মাতা মাই মাসরি নির্মিত চলচ্চিত্র ‘থ্রি হানড্রেড নাইটস’।

উৎসবের প্রতিযোগিতা বিভাগে এশিয়ান কম্পটিশন, রেস্ট্রোস্পেক্টিভ, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড সেকশন, চিল্ড্রেনস ফিল্ম সেকশন, স্পিরিচুয়াল ফিল্মস, উইম্যান ফিল্ম মেকারস সেকশন, শর্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ফিল্মস সেকশন, নর্ডিক ফিল্ম সেশনসমূহে সিনেমা প্রদর্শিত হবে।

পঞ্চদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অংশ হিসেবে ‘সপ্তম ঢাকা আন্তর্জাতিক সিনে ওয়ার্কশপ’ অনুষ্ঠিত হবে ৫ থেকে ২০ জানুয়ারি। এবারের ওয়ার্কশপে ৩০ জন নির্মাতা ও শিক্ষার্থি অংশ নেওয়ার সুযোগ পাবেন। এতে তরুণ বাংলাদেশীদের অংশগ্রহণে অগ্রাধিকার দেওয়া হবে। এই কর্মশালায় ডিরক্টর হিসেবে থাকছেন ইরানের চলচ্চিত্র নির্মাতা-সমালোচক প্রফেসর মাজিদ মোভাসেঘি।

উৎসবের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইম্যান অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের সহযোগিতায় নারী চলচ্চিত্র নির্মাতা, অভিনয়শিল্পী ও নারী ব্যাক্তিত্বদের অংশগ্রহণে ‘থার্ড ঢাকা ইন্টারন্যাশনাল কনফারেন্স অন উইম্যান ইন সিনেমা-২০২৭’ অনুষ্ঠিত হবে। আলিয়ঁস ফ্রঁসেস সংস্কৃতি কেন্দ্রের নিচতলার আর্ট গ্যালারিতে এ কনফারেন্সটি ১৩-১৪ জানুয়ারি দুই দিনব্যাপী অনুষ্ঠিত হবে।

উৎসবের অংশ হিসেবে প্রথমবারের মতো একটি চিত্র প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। ইরানী চিত্রশিল্পী সারাহ হোজ্জাতির একক চিত্র প্রদর্শনী ৭ জানুয়ারি শুরু হয়ে ২০ জানুয়ারি পর্যন্ত চলবে।

রাজধানী ধানমণ্ডির শিল্পাঙ্গন আর্ট গ্যালারিতে এই প্রদর্শনী চলবে। চিত্র প্রদর্শনী উদ্বোধন করবেন রফিকুন্নবী।

 

‘পঞ্চদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব- ২০১৭’ Reviewed by on . wnewsbd.com: স্টাফ রিপোর্টার: আগামি ১২ জানুয়ারী শুরু হচ্ছে ‘পঞ্চদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব- ২০১৭’। ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’- স্লো wnewsbd.com: স্টাফ রিপোর্টার: আগামি ১২ জানুয়ারী শুরু হচ্ছে ‘পঞ্চদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব- ২০১৭’। ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’- স্লো Rating: 0
scroll to top