Home » বিচিত্র » শিলু জামান এর কবিতা

শিলু জামান এর কবিতা

ডিসেম্বর ৭, ২০১৮ ৪:০০ পূর্বাহ্ণ Category: বিচিত্র, সাহিত্য

wnewsbd.com:

পানতুম –2

শিলু জামান

ফুল ফুটেছে লাল রঙে
সবুজ পাতার বাহারে
গোলাপ জবা হাসনাহেনা
জুই চামেলি টগরে।

সবুজ পাতার বাহারে
লাল নীল শাখাতে
জুই চামেলি টগরে
সকাল বেলার দুর্বা ঘাসে ।

লাল নীল শাখাতে
বসন্ত আসে ঋতুর সাজে
সকাল বেলার দুর্বা ঘাসে
শিউলি ঝরে নিশি ভোরে।

বসন্ত আসে ঋতুর সাজে
কৃষ্ণচূড়ার বূক জুড়ে
শিউলি ঝরে নিশি ভোরে
জারুল চেরীর মেঘের ভাজে।

কৃষ্ণচূড়ার বুক জুড়ে
নীল আকাশ হাসে
জারুল চেরীর মেঘের ভাজে
ফুল ফুটেছে লাল রঙে ।

শিলু জামান এর কবিতা Reviewed by on . wnewsbd.com: পানতুম --2 শিলু জামান ফুল ফুটেছে লাল রঙে সবুজ পাতার বাহারে গোলাপ জবা হাসনাহেনা জুই চামেলি টগরে। সবুজ পাতার বাহারে লাল নীল শাখাতে জুই চামেলি টগরে সক wnewsbd.com: পানতুম --2 শিলু জামান ফুল ফুটেছে লাল রঙে সবুজ পাতার বাহারে গোলাপ জবা হাসনাহেনা জুই চামেলি টগরে। সবুজ পাতার বাহারে লাল নীল শাখাতে জুই চামেলি টগরে সক Rating: 0
scroll to top