Home » বিচিত্র » সাবিলা ইয়াছমিন মিতা’র কবিতা

সাবিলা ইয়াছমিন মিতা’র কবিতা

মে ২৫, ২০১৬ ৪:১৫ অপরাহ্ণ Category: বিচিত্র, সাহিত্য

wnewsbd.com:

প্রিয় নজরুল

সাবিলা ইয়াছমিন মিতাnazrul

একটি ছেলের গল্প শোন
দুঃখু মিয়া নাম,
বর্ধমান জেলায় জন্ম তার
চুরুলিয়া গ্রাম।

বাবা ছিলো ফকির আহম্মেদ
মাতা জাহেদা,
করলো শুরু মক্তবে তে
পড়া কায়েদা।

হঠাৎ করে চলে গেল
বাবা পরোপার,
দুঃখ এসে ভাগ্যটাতে
আপন হলো তার।

আসানসোলে কাজ নিলো সে
রুটির দোকানে,
মন বসে না কেন যেন
তবু কোন খানে।

বিশ্ব যুদ্ধে গেলে পরে
হলেন বড় সেনা,
লেখালেখি করেই তবে
সবার আজই চেনা।

ধরতো কলম ফলতো সোনা
ফোঁটতো সদায় ফুল,
সেই ছেলেটিই তোমার আমার
প্রিয় নজরুল।

সাবিলা ইয়াছমিন মিতা’র কবিতা Reviewed by on . wnewsbd.com: প্রিয় নজরুল সাবিলা ইয়াছমিন মিতা একটি ছেলের গল্প শোন দুঃখু মিয়া নাম, বর্ধমান জেলায় জন্ম তার চুরুলিয়া গ্রাম। বাবা ছিলো ফকির আহম্মেদ মাতা জাহেদা, করলো wnewsbd.com: প্রিয় নজরুল সাবিলা ইয়াছমিন মিতা একটি ছেলের গল্প শোন দুঃখু মিয়া নাম, বর্ধমান জেলায় জন্ম তার চুরুলিয়া গ্রাম। বাবা ছিলো ফকির আহম্মেদ মাতা জাহেদা, করলো Rating: 0
scroll to top