Home » বিশ্ব চলচ্চিত্র » চলচ্চিত্র » ৬০০ কোটির ঘর পেরোলো রজনীকান্ত

৬০০ কোটির ঘর পেরোলো রজনীকান্ত

ডিসেম্বর ১০, ২০১৮ ১১:০১ অপরাহ্ণ Category: চলচ্চিত্র, বিশ্ব চলচ্চিত্র, সর্বশেষ, সর্বশেষ সংবাদ ::#

wnewsbd.com: বিনোদন ডেস্ক : 

বক্স অফিসে দাপিয়ে ব্যবসা করছে রজনীকান্ত অভিনীত ভারতের দক্ষিণের সিনেমা ‘২.০’। শঙ্কর পরিচালিত সিনেমাটি প্রথম সপ্তাহেই ৫০০ কোটির রুপি আয়ের মাইলফলক স্পর্শ করে।

মুক্তির ১১তম দিনে সিনেমাটির সফলভাবে ৬০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে। এখন পর্যন্ত বিশ্বব্যাপী সিনেমাটির আয় দাঁড়িয়েছে ৬২৩ কোটি ১৯ লাখ রুপি। এর আগে মাত্র চার দিনেই সায়েন্স ফিকশন সিনেমাটি ৪০০ কোটি রুপি ঘরে তুলে নেয়।

তামিলনাড়ুতে ‘২.০’ ব্যাপক সাড়া পাচ্ছে। শুধুমাত্র এই রাজ্য থেকে সিনেমাটি আয় করে ১৪৯ কোটি ৫১ লাখ রুপি। চেন্নাইতেও ভালো ব্যবসা করেছে, আয় ১৭ কোটি ৮ লাখ রুপি।

হিন্দি ভার্সনে থেকে আলোচিত সিনেমাটি শনিবার (০৮ ডিসেম্বর) পর্যন্ত আয় করে নিয়েছে ১৫৪ কোটি ৭৫ লাখ রুপি।

‘২.০’র মাধ্যমে এবারই প্রথম মেগাস্টার রজনীকান্তের সঙ্গে পর্দায় অভিনয় করেছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। এতে আরও রয়েছেন ব্রিটিশ অভিনেত্রী অ্যামি জ্যাকসন, অভিনেতা সুধাংশু পাণ্ডে ও আদিল হুসেন। ২৯ নভেম্বর ‘২.০’ প্রেক্ষাগৃহে মুক্তি পায়।

৬০০ কোটির ঘর পেরোলো রজনীকান্ত Reviewed by on . wnewsbd.com: বিনোদন ডেস্ক :  বক্স অফিসে দাপিয়ে ব্যবসা করছে রজনীকান্ত অভিনীত ভারতের দক্ষিণের সিনেমা ‘২.০’। শঙ্কর পরিচালিত সিনেমাটি প্রথম সপ্তাহেই ৫০০ কোটির রুপি wnewsbd.com: বিনোদন ডেস্ক :  বক্স অফিসে দাপিয়ে ব্যবসা করছে রজনীকান্ত অভিনীত ভারতের দক্ষিণের সিনেমা ‘২.০’। শঙ্কর পরিচালিত সিনেমাটি প্রথম সপ্তাহেই ৫০০ কোটির রুপি Rating: 0
scroll to top