Home » ছবি » রণবীর দীপিকার বিয়ের ছবি

রণবীর দীপিকার বিয়ের ছবি

নভেম্বর ২১, ২০১৮ ৪:১১ অপরাহ্ণ Category: ছবি, নিউজ, বলিউড, সর্বশেষ, সর্বশেষ সংবাদ ::#

wnewsbd.com:  নিউজ ডেস্ক : 

দীর্ঘ প্রেমের অবসান ঘটিয়ে বিয়ে করেছেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। ইতালির লেক কোমোর ভিল দ্য বালবিয়ানেলে গত ১৪ ও ১৫ নভেম্বর কনকানি ও সিন্ধি রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় এই তারকা জুটির।

তবে অন্যদের চেয়ে বিয়ের ছবি প্রকাশের ব্যাপারে দীপিকা-রণবীর বেশ কৌশলী ছিলেন। ছবি দেখার জন্য ভক্তদের অপেক্ষা করিয়েছেন বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হওয়া পর্যন্ত। এবার দু’জনই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের মধুর মুহূর্তগুলো প্রকাশ করেছেন।দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংপ্রকাশের পর নব দম্পতির বিয়ের ছবি ভক্তদের ভালোবাসা পাচ্ছে। একসঙ্গে দীপবীর’কে দেখে বলিউড তারকা থেকে শুরু করে সবাই সুন্দর সুন্দর মন্তব্য করছেন।দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংবুধবার (২১ নভেম্বর) দীপিকার পরিবারের পক্ষ ভারতের বেঙ্গালুরুর দ্য লীলা প্যালেসে বিবাহত্তোর সংবর্ধনার আয়োজন করা হয়েছে। এছাড়া ২৮ নভেম্বর মুম্বাইয়ে দ্য গ্র্যান্ড হায়াতে বলিউড তারকাদের নিয়ে আরেকটি অনুষ্ঠানের আয়োজন করেছেন ‘পদ্মাবত’ জুটি।দীপিকা পাড়ুকোন

দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং

দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং

রণবীর দীপিকার বিয়ের ছবি Reviewed by on . wnewsbd.com:  নিউজ ডেস্ক :  দীর্ঘ প্রেমের অবসান ঘটিয়ে বিয়ে করেছেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। ইতালির লেক কোমোর ভিল দ্য বালবিয়ানেলে গত ১৪ ও ১৫ নভেম্বর কনকানি ও স wnewsbd.com:  নিউজ ডেস্ক :  দীর্ঘ প্রেমের অবসান ঘটিয়ে বিয়ে করেছেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। ইতালির লেক কোমোর ভিল দ্য বালবিয়ানেলে গত ১৪ ও ১৫ নভেম্বর কনকানি ও স Rating: 0
scroll to top