Home » ঢালিউড » মুক্তির অপেক্ষায় বিউটি সার্কাস

মুক্তির অপেক্ষায় বিউটি সার্কাস

নভেম্বর ২১, ২০১৮ ৪:২৭ অপরাহ্ণ Category: ঢালিউড, নিউজ, সর্বশেষ সংবাদ ::#

wnewsbd.com :  বিনোদন প্রতিবেদক : ২০১৯ সালের শুরুতে মুক্তি পেতে যাচ্ছে নতুন সিনেমা ‘বিউটি সার্কাস’। এটি পরিচালনা করেছেন মাহমুদ দিদার। শুটিং শেষে সিনেমাটি এখন সম্পাদনার টেবিলে।  এখন জয়া আহসান সিনেমাটির ডাবিংয়ের কাজ শুরু করেছেন।

সিনেমাটি প্রসঙ্গে মাহমুদ দিদার বলেন, এক শীতে সিনেমাটির শুটিং শুরু হয়েছিলো আর অন্য শীতে চলছে ডাবিং। সিনেমাও শেষের দিকে আছে। এ মাসের শেষের দিক থেকেই একটা ক্যাম্পেইন প্ল্যানিংয়ের দিকে যাবো। নতুন বছরে নতুন সম্ভাবনা আকারে ‘বিউটি সার্কাস’ বড়পর্দায় দেখা দেবে।

সার্কাসকে কেন্দ্র করে এক নারীর টিকে থাকার গল্প ‘বিউটি সার্কাস’। সার্কাস পুড়িয়ে দেয়ার পরও গণমানুষের পক্ষ নিয়ে হুমকির মুখেও একজন নারীর আপন শক্তিতে টিকে থাকার গল্প ফুটে উঠবে সিনেমাটিতে।

জয়া আহসান বলেন,  এটি আমার অভিনয় জীবনের খুব রোমাঞ্চকর কাজের একটি। অভিনয়শিল্প আপনাকে এমন কিছু জায়গায় নিয়ে যায় যেখানে আপনি আগে কোনোদিন যাননি। আবার এমন কিছু চরিত্র প্রদর্শন করার সুযোগ করে দেয় যার অভিজ্ঞতাটাও একেবারে নতুন।

সিনেমাটিতে জয়া আহসানের সঙ্গে অভিনয় করেছেন চিত্রনায়ক ফেরদৌস, তৌকির আহমেদ ও এবিএম সুমন। বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন হুমায়ূন সাধু। সরকারি অনুদানের চলচ্চিত্রটির প্রযোজনা সহযোগী হিসেবে আছে ইমপ্রেস টেলিফিল্ম।

মুক্তির অপেক্ষায় বিউটি সার্কাস Reviewed by on . wnewsbd.com :  বিনোদন প্রতিবেদক : ২০১৯ সালের শুরুতে মুক্তি পেতে যাচ্ছে নতুন সিনেমা ‘বিউটি সার্কাস’। এটি পরিচালনা করেছেন মাহমুদ দিদার। শুটিং শেষে সিনেমাটি এখন সম wnewsbd.com :  বিনোদন প্রতিবেদক : ২০১৯ সালের শুরুতে মুক্তি পেতে যাচ্ছে নতুন সিনেমা ‘বিউটি সার্কাস’। এটি পরিচালনা করেছেন মাহমুদ দিদার। শুটিং শেষে সিনেমাটি এখন সম Rating: 0
scroll to top